আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স। দর্শকদের খেলা দেখার সুবিধার্থে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ ২০২১ এর খেলার সূচি প্রকাশ করা হলো।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি-২০ সিরিজ ২০২১ এর খেলার সূচি :
তারিখ | খেলা | ভেনু | খেলা শুরু হওয়ার সময় (বাংলাদেশ স্থানীয় সময়) |
বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রথম টি-২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | বিকাল ০৪:০০ |
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | দ্বিতীয় টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | বিকাল ০৪:০০ |
রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | তৃতীয় টি-২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | বিকাল ০৪:০০ |
বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | চতুর্থ টি-২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | বিকাল ০৪:০০ |
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | পঞ্চম টি-২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | বিকাল ০৪:০০ |
বাংলাদেশ দল :
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল:
টম ল্যাথাম (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলিজিন, কোল ম্যাককনচি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
এখন পর্যন্ত টি-টুয়েন্টি ফরম্যাটে ১০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সবগুলোই হেরেছে টাইগাররা। এরমধ্যে ঘরের মাঠে ২০০৩ সালের একমাত্র ম্যাচের সিরিজের হারও আছে। তবে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স রয়েছে টাইগারদের। এবার তাদের টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় চায় বাংলাদেশ। এবং তা প্রথম ম্যাচেই পেতে চায় তারা।
ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে ২০১০ সালে চার ম্যাচের সিরিজ ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ওয়ানডের মত ফল, টি-২০ ক্রিকেটেও এমন সুযোগ এখন বাংলাদেশের সামনে। ২০১৩ সালের পর প্রথমবারের মত বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড।
মন্থর, নীচু ও বিশ্বের যেকোন দেশের চেয়ে ভিন্ন কন্ডিশনের পরও ফেভারিট বাংলাদেশ। যা এ মাসের শুরুর দিকে বুঝতে পেরেছে নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ডের পালা।
মুশফিকুর রহিম ও লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মত উইকেট কঠিন হলেও, তাদের উপস্থিতি দলের ব্যাটিং লাইন-আপকে আলাদাভাবে সাহস যোগাবে। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেতে তাদের দলে ফেরাটা পুরো দলকে আলাদা আত্মবিশ্বাস যোগাবে।
আরও পড়ুন :
- টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই প্রথম জয় চায় বাংলাদেশ
- টি২০ বিশ্বকাপ ২০২১ এর ফিক্সচার
- টি-২০ বিশ্বকাপ ট্রফির ভার্চুয়াল ভ্রমণ শুরু