১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যক্যাম্পাসঢাবিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৩ আগস্ট কালো দিবস পালিত হবে

ঢাবিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৩ আগস্ট কালো দিবস পালিত হবে

আগামী ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়  ‘কালো দিবস’ পালন করা হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষ্যে ঢাবিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচি অনুযায়ী, ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে ঢাবিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।


আরও পড়ুন :

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments