সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর এর প্রাক্কালে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্ল্যাক ক্যাপস আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে ঢাকায় আসবে। সব ম্যাচ হবে ঢাকায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল :
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল ঘোষণা: এর আগে গত ৯ আগস্ট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টম লাথামের নেতৃত্বে বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্য তাদের দল ঘোষণা করে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর ৫টি টি২০ ম্যাচ দিয়ে সাজানো। সফরে তারা ৫ ম্যাচ টি২০ সিরিজে অংশ নেয়ার জন্য বাংলাদেশে এলেও আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নেয়াদের মধ্য থেকে কোন খেলোয়াড় আসছে না।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হবে। তবুও তাদের বিশ্বকাপ দলের কোন খেলোয়াড় এই সিরিজে না পাঠানোয় সবাই অবাকই হয়েছে। এ বছরের মে মাসে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠানের কথা থাকলেও পরবর্তীতে টি২০ বিশ্বকাপকে সামনে রেখে পিছিয়ে এখনকার তারিখ অনুযায়ী ৫ ম্যাচের সিরিজ নির্ধারণ করা হয়।
নিউজিল্যান্ড দল:
টম ল্যাথাম (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলিজিন, কোল ম্যাককনচি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
খেলার সূচি :
বাংলাদেশে বনাম নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি২০ সিরিজ ২০২১ :
তারিখ | খেলা | ভেনু | খেলা শুরু হওয়ার সময় (বাংলাদেশ স্থানীয় সময়) |
বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রথম টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | ১৬:০০ বিএসটি |
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | দ্বিতীয় টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | ১৬:০০ বিএসটি |
রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | তৃতীয় টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | ১৬:০০ বিএসটি |
বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | চতুর্থ টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | ১৬:০০ বিএসটি |
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | পঞ্চম টি২০ (দিবারাত্রি) | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | ১৬:০০ বিএসটি |
আরও পড়ুন : টি২০ বিশ্বকাপ ২০২১ এর ফিক্সচার