হাইতিতে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে নয় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। মঙ্গলবার হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি'র।
কর্তৃপক্ষ জানায়, এ শক্তিশালী ভূমিকম্পে হাইতিতে এক লাখেরও বেশি ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
হাইতিতে শনিবার রিখটার স্কেলে ৭.২ মাত্রার এক দানবীয় ভূমিকম্প আঘাত হানে। এতে ভয়ংকরভাবে কেঁপে ওঠে পুরো হাইতি বিশেষ করে লেস কায়েস নগরী। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লেস কায়েস নগরীর ৪০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। নগরীটির জনসংখ্যা প্রায় এক লাখ ২৫ হাজার। এ দুর্যোগের ঘটনায় হাইতিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
- টি২০ বিশ্বকাপ ২০২১ এর সূচি প্রকাশ করেছে আইসিসি
- আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরার দায় আমেরিকার : অ্যাঙ্গেলা মের্কেল
- ফ্রি ফায়ার পাবজি সহ ক্ষতিকর অনলাইন গেম অবিলম্বে বন্ধে নির্দেশ হাইকোর্টের