২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশশায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আজ সকাল পৌনে ৮টায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল।



শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই অটোরিকশাার যাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। এখনই নিহতদের পরিচয় বলা যাচ্ছে না।



একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments