নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পাঠ্য বই থেকে ৫০টি বিপরীত শব্দ তুলে দেয়া হলো।
মূল শব্দ | বিপরীত শব্দ | মূল শব্দ | বিপরীত শব্দ |
কাজ | অকাজ | শিষ্ট | অশিষ্ট |
উপচয় | অপচয় | শুভ | অশুভ |
কৃতজ্ঞ | অকৃতজ্ঞঅ | অন্ত | অনন্ত |
কেজো | অকেজোস | স্থাবর | অস্থাবর |
চেতন | অচেতন | অতিবৃষ্টি | অনাবৃষ্টি |
চেনা | অচেনা | অভিজ্ঞ | অনভিজ্ঞ |
জানা | অজানা | আচার | অনাচার |
জ্ঞানী | অজ্ঞান | আদর | অনাদর |
ধর্ম | অধর্ম | আবশ্যক | অনাবশ্যক |
নশ্বর | অবিনশ্বর | আবিল | অনাবিল |
শান্ত | অশান্ত | আস্থা | অনাস্থা |
ইচ্ছা | অনিচ্ছা | সুশীল | দুঃশীল |
ইষ্ট | অনিষ্ট | সুলভ | দুর্লভ |
উপস্থিত | অনুপস্থিত | আসল | নকল |
উন্নত | অবনত | বিরত | নিরত |
উৎকর্ষ | অপকর্ষ | সুখ | দুঃখ |
যশ | অপযশ | আশা | নিরাশা |
রোগ | নীরোগ | সরস | নীরস |
সাকার | নিরাকার | সদয় | নির্দয় |
সম্বল | নিঃসম্বল | প্রবল | দুর্বল |
অধমর্ণ | উত্তমর্ণ | আকর্ষণ | বিকর্ষণ |
পথ | বিপথ | বাদী | বিবাদী |
সফল | বিফল | ঠিক | বেঠিক |
তাল | বেতাল | হাল | বেহাল |
আশা করি বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিপরীত শব্দ থেকে কমন পড়বে।
সুপ্রিয় চাকরি প্রার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু বন্ধুরা, এরকমভাবে প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে দেয়া হবে। আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই প্রয়াস তখনই সার্থক হবে যখন তা আপনাদের জন্য সফলতার সূত্র হিসেবে কাজ করবে। সে লক্ষ্যেই আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে উৎসাহ যোগাবে। ভালো-মন্দ যেকোন আলোচনা-সমালোচনা ভুল শুধরে নেয়ার পথ সৃষ্টি করবে।