আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে এবং তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড:
১। তামিম ইকবাল খান
২। মোসাদ্দেক হোসেন
৩। নাজমুল হোসেন শান্ত
৪। মুশফিকুর রহিম
৫। মোহাম্মদ মিঠুন
৬। লিটন কুমার দাস
৭। মাহমুদউল্লাহ
৮। আফিফ হোসেন
৯। সৌম্য সরকার
১০। নাইম শেখ
১১। তাসকিন আহমেদ
১২। আল আমিন হোসেন
১৩। শরিফুল ইসলাম
১৪। হাসান মাহমুদ
১৫। সাইফুদ্দিন
১৬। মুস্তাফিজুর রহমান
১৭। মো. মেহেদী হাসান মিরাজ
১৮। মেহেদী হাসান
১৯। রুবেল হোসেন
২০। নাসুম আহমেদ।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি:
তারিখ | খেলা | |
শনিবার, ২০ মার্চ | ১ম ওডিআই: ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন | |
মঙ্গলবার, ২৩ মার্চ | ২য় ওডিআই: হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ | |
শুক্রবার, ২৬ মার্চ | ৩য় ওডিআই: বেসিন রিজার্ভ, ওয়েলিংটন | |
রবিবার, ২৮ মার্চ | ১ম টি-টোয়েন্টি: স্যাডন পার্ক, হ্যামিলটন | |
মঙ্গলবার, ৩০ মার্চ | ২য় টি-টোয়েন্টি: ম্যাকলিন পার্ক, ন্যাপিয়ার | |
বৃহস্পতিবার, ০১ এপ্রিল | ৩য় টি-টোয়েন্টি: ইডেন পার্ক, অকল্যান্ড |