২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়প্রথম ধাপের ইউপি নির্বাচন : ৩২৩ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল

প্রথম ধাপের ইউপি নির্বাচন : ৩২৩ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল

প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) ১১ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মার্চের প্রথম সপ্তাহে এসব ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা জানান। একই দিনে ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় ৩২৩ ইউপি-তে ১১ এপ্রিল প্রথম ধাপের এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে কয়েক ধাপে ভোট হবে।

প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। ৯টি পৌরসভায়ও ইভিএম এ ভোটগ্রহণ করা হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা হবে।’

ইউপি নির্বাচনকে সামনে রেখে ইসি সচিব বলেন, ‘কমিশনের লক্ষ্য একটাই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট করা। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments