১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশচট্টগ্রামসড়ক দুর্ঘটনায় সীতাকুন্ডে পুলিশসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সীতাকুন্ডে পুলিশসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুন্ডে এক পুলিশ কনস্টেবলসহ দুই জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সীতাকুন্ডের রয়েল গেট এলাকায় ভোর ছয়টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়ার পর জানতে পারে নিহত ব্যক্তি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মো. মুশফিক আহমেদ।

তার কনস্টেবল আইডি নম্বর : ২৫৪৪। মুশফিক (২১) নোয়াখালী কবিরহাটের মো. মমতাজের পুত্র।

পুলিশ জানায়, মুশফিক মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন। রয়েল গেট এলাকায় ভারী কোনো গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় সন্দেহজনকভাবে একটি ট্রাক আটক করলেও ট্রাকচালক দুর্ঘটনার ব্যাপারে অস্বীকার করেছেন।

নিহত পুলিশ কনস্টেবলের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটায়।

এ সময় সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপকে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিন জন গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মো. রাকিবুল ইসলাম নামে এক পিকআপ শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন

রাকিব (১৯) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের পুত্র।

সড়ক দুর্ঘটনায় আহত অপর দু’জন হৃদয় ও সামাদকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনও কাছাকাছি বয়সের বলে পুলিশ জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments