১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাক্রিকেটনিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান সাকিব আল হাসান

নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান সাকিব আল হাসান

আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন এবং তাকে দলে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষ্যে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে এ অনুরোধ জানান সাকিব।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি‘র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছেন, এবিষয়ে তারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

গণমাধ্যমকে আজ আকরাম বলেন, ‘নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চাওয়ার বিষয়ে তার কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। কেননা এ সময় তিনি স্ত্রীর পাশে যুক্তরাস্ট্রে থাকতে চায়। এ বিষয়ে আমরা এখনো কোন সিদ্ধান্ত নেইনি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পড়া উরুর ইনজুরি থেকে সুস্থ হতে সাকিব বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ২য় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইনজুরি আক্রান্ত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সাকিব আল হাসান ইনজুরি আক্রান্ত হন।

উরুর ইনজুরিতে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সাকিব আল হাসান ইনজুরি আক্রান্ত হন। ফলে ওই ম্যাচটি আর শেষ করা হয়নি বিশ্ব বরেণ্য অল রাউন্ডারের।

বোলিং ব্যর্থতার ওই ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে পরাজিত হয় টাইগাররা। ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান এবং ছয় ওভার বোলিং করেছেন সাকিব।

সাকিবের অনুপুস্থিতি বেশ ভালভাবেই টের পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অসম্ভব ৩৯৫ রানের টার্গেট দিয়েও পরাজিত হয়েছে বাংলাদেশ।

আসন্ন নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল

ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০, ২৩ এবং ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।

তিন ম্যাচের টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হ্যামিলটন, নেপিয়ার ও অকল্যান্ডে।

টাইগারদের আগামী ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments