২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনঅন্তর্জালরাতে লঞ্চ ভ্রমণ তাও যমের মুখে বসে – এর চেয়ে দুর্দান্ত অভিযান...

রাতে লঞ্চ ভ্রমণ তাও যমের মুখে বসে – এর চেয়ে দুর্দান্ত অভিযান আর কী হতে পারে?

নিঝুম দ্বীপ, নামটা পত্র-পত্রিকায় অনেক শুনেছি। এই দ্বীপে যাবার ইচ্ছা যে খুব ছিল, তা বলবো না। আমার ঘুরণচণ্ডী বন্ধু নাকিবই হঠাৎ পরিকল্পনাটা করে ফেললো। আর তারই বদৌলতে ভ্রমণের উদ্যোগ। ভ্রমণসঙ্গীরা:

  1. সৈয়দ নাকিব আহমেদ: আমার স্কুলজীবনের ঘনিষ্ট বন্ধু। স্বশিক্ষিত কীবোর্ড বাদক। গিটার বাজিয়েও সুনাম কুড়িয়েছে তখন।
  2. ইমদাদ উদ্দীন শাকিল: নাকিবের মামাতো ভাই। শাকিল ভাই ট্যুরে থাকবেন এটা জেনেই মনে হলো ট্যুরটা মজার হবে – এই লোক অনর্গল মজা করতে পারেন।
  3. আফজাল হোসেন: শাকিল ভাইয়ের বন্ধু। তাঁর সম্বন্ধে কিছুই জানি না।
  4. আর, আমি কেউ না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments