১৯৫৯-১৯৭৫ খ্রিষ্টাব্দের ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন, ১৯৬৫ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে সৈন্য পাঠায়। কিন্তু তারা বুঝতেও পারেনি, সেখানে তাদের জন্য কী বিভীষিকা অপেক্ষা করছিলো।
মুভিটা শুরু হবার পর প্রথম বেশ অনেকক্ষণ মোটেই আগ্রহ পাইনি। কিন্তু মোটামুটি আধা ঘন্টা পরে যখন সৈন্যদল প্রথমবার রেকি করতে বেরোল, তখন থেকে মুভিটা আসলে আরম্ভ হলো – একেবারে শ্বাসরুদ্ধকর এর পরের প্রতিটা মুহূর্ত। আমি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে কিছুই জানতাম না। জানতাম না, মাটির নিচে আঁটোসাঁটো টানেলের ভিতরে থেকে একটা যুদ্ধ লড়া যায়। এই যুদ্ধে মার্কিন বাহিনী টিকতে পারেনি, প্রায় ৫৮,০০০ মার্কিন সেনা মারা যান। কেন পারেনি তারা, সেটা বুঝতে হলে এই মুভিটা অবশ্যই দেখা চাই। এরকম একটা টানেল-বাহিনীর বিরুদ্ধে পেরে উঠা চাট্টিখানি কথা না। শ্বাসরুদ্ধকর মুভি।