১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশজামালপুরের কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুরের কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামে। সে মৃত সৈয়দুর রহমানের ছেলে।

জামালপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাহাবুব হাসান বাপ্পী জানান, টাকা আত্মসাতের মামলার এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আমজাদ হোসেন (কয়েদি নং-৩১৩৯/এ ) বৃহস্পতিবার সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করছি। তাকে সকালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুপুর আড়াইটার দিকে আবারও বুকের ব্যথা অনুভব করলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমজাদ হোসেন এমনিতেই বয়স্ক ছিলেন। সকালে তিনি বাড়িতে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন। তার মায়ের অসুস্থতার খবরে হয়তো হার্ট অ্যাটাক করেছেন। এছাড়া তার লাশ ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments