২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমএক্সক্লুসিভআনোয়ারায় দুই হাসপাতাল ক্লিনিককে জরিমানা

আনোয়ারায় দুই হাসপাতাল ক্লিনিককে জরিমানা

অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় দুই হাসপাতাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী এলাকায় অভিযান চালিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এ প্রসঙ্গে তানভীর হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের স্টার ক্লিনিক্যাল ল্যাব এবং মহালখান বাজারের দক্ষিণে ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হসপিটালে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রতিষ্ঠান দুটি স্বাস্থ্য অধিদফতরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। তারা করোনাকালীন স্বাস্থ্যবিধিও মানছিল না। এ কারণে স্টার ক্লিনিক্যাল ল্যাবকে ৫ হাজার ও ছায়াপথ ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments